সালেহ্ বিপ্লব: [৪] কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক ড. আহমেদ শফিকুল হক বলেন, ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্রবিন্দুতে না রেখে তার রাজনীতির উপাদানগুলোর দিকে মনোযোগ দিতে হবে।
[৫] টেক্সাসের এ অ্যান্ড এম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক ড. মেহনাজ মোমেন বলেন, গত ১৫/ ১৬ বছরে আমেরিকায় ডান এবং বামপন্থী – দুটি জনপ্রিয় গণজাগরণ তৈরি হয়েছে।
[৬] বার্নি স্যান্ডার্সের নেতৃত্বে তৈরি হওয়া বাম জাগরণে সমাজের এলিট সম্প্রদায়ের সমর্থন এবং সম্পৃক্ততা ছিলো। কিন্তু ট্রাম্পের নেতৃত্বাধীন ডানপন্থী জাগরণে এলিট শ্রেণীর সাথে সাধারণ নাগরিকরাও যোগ দিয়েছে। তার ফলশ্রুতিই আজকের আমেরিকা এবং ট্রাম্পের রাজনীতি।
[৭] কানাডাভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের মূল্যায়ন সম্পাদক সৈকত রুশদী বলেন, কানাডা ও নিউজিল্যান্ডসহ হাতে গোনা কয়েকটি দেশ বাদ দিলে বিশ্বব্যাপী এখন ডানপন্থী রক্ষণশীলদের উত্থান পর্ব চলছে।
[৮]কানাডার টরন্টো থেকে প্রকাশিত নতুনদেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বৃহস্পতিবার তার এ সোশ্যাল মিডিয়া লাইভে বলেন, সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য দূর করার উদ্যোগ না নিলে ইউরোপ আমেরিকার দেশগুলোতে চরমপন্থার বিকাশের মাধ্যমে অভিবাসীবিরোধী মনোভাব প্রকট হয়ে উঠবে। সম্পাদনা : মোহাম্মদ রকিব