মাছুম বিল্লাহ:[২] কূটনীতিকদের বরাতে শুক্রবার আনন্দবাজার পত্রিকা ভারতের ঘরোয়া রাজনীতিতে বাংলাদেশকে নিয়ে নীতিবাচক সমালোচনার প্রভাব ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে পড়ে। এ জন্য বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ছায়াপাত যাতে না করতে পারে, সেই আশঙ্কায় মোদি সরকার ঢাকার সঙ্গে ইতিবাচক কূটনৈতিক সক্রিয়তা বাড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। [৩] পত্রিকাটি লিখেছে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবারের জন্য বাংলাদেশ সেনার প্রতিনিধিদের অন্তর্ভূক্ত করা হয়েছে। পাশাপাশি সেনাপ্রধান এম এম নরবণে ঘোষণা করেছেন, একাত্তরের যুদ্ধে বীরত্বের জন্য খেতাব পাওয়া সেনাদের গ্রামের মাটি এনে রাখা হবে দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে।[৪] মোদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সম্পর্কের ক্ষত মেরামতির জন্য পর্যাপ্ত চেষ্টা সব সময়েই চলছে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু