মোহাম্মদ এ আরাফাত : [১] সর্বোচ্চ নেতৃত্বের খুব একটা শিক্ষা-দীক্ষা নেই। [২] ক্ষমতায় থাকাকালে ‘ব্যর্থতা’, ‘দুর্নীতি’ ও ‘সন্ত্রাস’ এর ইতিহাস সর্বজনবিদিত। ব্যর্থতার উদাহরণ : ২০০১-২০০৬ সালে ৫ বছরে ২৩ হাজার কোটি টাকা ব্যয় অথচ বিদ্যুৎ উৎপাদন ‘শূন্য’। দুর্নীতির উদাহরণ : দুর্নীতির সূচকে চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক! সন্ত্রাসের উদাহরণ ২১ আগস্টের গ্রেনেড হামলা, সারা দেশে জঙ্গি হামলা। [৩] বিরোধী দল হিসেবেও ব্যর্থ। দুই দুবার পেট্রোল বোমার সন্ত্রাস এবং মানুষ পুড়িয়ে মারা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি। এতো ব্যর্থতার ফলে আর কি উপায় তাদের? এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে মিথ্যা অপপ্রচার করাই হয়ে গেছে তাদের একমাত্র রাজনীতি। তারা ইসলাম বিক্রি করে রাজনীতি করে কিন্তু ‘মিথ্যা বলা মহা পাপ’- ইসলামের এই মহান বাণী তাদের কানে পৌঁছায়নি। তাদের কিছু অশিক্ষিত সমর্থকগোষ্ঠী আছে, তারাও ফেসবুকের পাতায় ‘ইসলাম’ বলতে জীবন দেয় কিন্তু দুঃখজনকভাবে মিথ্যা অপপ্রচার শুনে বাহবা দেয় এবং মিথ্যাকেই ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সা¤প্রতিক সময়ে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে এমন একটি মিথ্যা অপপ্রচার করেছে এই গুজববাজদের গোষ্ঠি। সত্যের পক্ষের সৈনিকেরা তার জবাব দিয়েছে এইভাবে। গুজব প্রতিহত করুন। ফেসবুক থেকে