বাশার নূরু, মনিরুল ইসলাম: [৪] শেখ হাসিনা আরও বলেন, বিশেষ তহবিল থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে চালু করা যাবে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো। এগুলোর আধুনিকায়ন ও নতুন হল নির্মাণ করাও সম্ভব হবে।
[৫] তিনি বলেন, নাটক, সিনেমা, গান বা কবিতার মধ্যে দিয়ে কিন্তু অনেক কথা বলা যায়। মানুষের অন্তরে প্রবেশ করা যায়। [৪] রোববার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে শিশুদের জন্য শিক্ষামূলক চলচ্চিত্র নির্মাণেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন তিনি। ২০১৯ সালে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ২৫টি ক্যাটাগরিতে ছয়টি যুগ্মসহ মোট ৩১ জনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সম্পাদনা: রায়হান রাজীব, সালেহ্ বিপ্লব