আসিফুজ্জামান পৃথিল: [২]এক প্রেস কনফারেন্সে পেলোসি বলেন, ‘যদি দাঙ্গাকারীদের সঙ্গে কোনও কংগ্রেস সদস্যের সম্পৃক্ততা থাকে, যদি তারা অপরাধের অংশীদার হয়, তাদের অবশ্য বিচারের আওতায় আনা হবে। আমি কথা দিচ্ছি কেউ কোনও ইনডেমনিটি পাবে না। আমরা অপরাধ, বর্ণবাদ কোনওভাবেই সহ্য করবো না। পলিটিকো
[৩]এছাড়াও পেলোসি এক নির্দিষ্ট দাঙ্গাকারীর দিকে ইঙ্গিত করেছেন। সেই দাঙ্গাকারীর লাল টিশার্টে লেখা ছিলো ক্যাম্প আশউৎজ। এই ক্যাম্পে নাৎসি বাহিনীর হাতে ১০ লাখ ইহুদী মারা যান। পেলোসি বলেছেন, এভাবে ট্রাম্প ও তার সমর্থকরা বর্ণবাদকে উসকানি দেয়ার চেষ্টা করেছেন। সিএনএন
[৪]পেলোসি বলেন, ‘এই টিশার্ট পরা পাঙ্ককে দেখে আমার প্রথমেই মনে পড়েছে ইহুদী বিদ্বেষের কথা। শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের এই সমাবেশকে গভীর পর্যবেক্ষণ করা জরুরী। নাহলে এই অসভ্যরা আমাদের দেশের ভীতকে নাড়িয়ে দেবে। এমনটা কোনওভাবেই হতে দেওয়া যায় না। সম্পাদনা : মোহাম্মদ রকিব