মোহাম্মদ আলী বোখারী, টরন্টো : আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের ২০ জানুয়ারির অভিষেককে ঘিরে মুসলিম অধিকার সংগঠন মুসলমান ও কৃষ্ণাঙ্গদের সেদেশের রাজধানী শহর এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। এমনকী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ‘এফবিআই’ বলেছে, দেশটির ৫০টি অঙ্গরাজ্যের নিজস্ব রাজধানীতে ‘সশস্ত্র বিক্ষোভ’-এর আভাস পাওয়া গেছে। এতে এ লেখার ঠিক ১৯ ঘন্টা আগে সে সংবাদ বিশ্বে চাউর হয়েছে। ফলশ্রুতিতে ১৯৭৬ সালে আলেক্স হেলি রচিত ‘রুটস: দ্য সাগা অব অ্যান আমেরিকান ফ্যামিলি’র কথা মনে পড়ছে, যা ১৯৭৭ সালে এবিসি তাদের টিভি মিনিসিরিজে ১৩ কোটি দর্শক আকর্ষনে সক্ষম হয়। তাতে অষ্টাদশ শতাব্দীতে আফ্রিকায় বন্দি ও দাস হিসেবে বিক্রিত কিশোর কুন্তা কিন্তেকে উত্তর আমেরিকায় নিয়ে আসা হয় এবং যুক্তরাষ্ট্রে বংশ পরম্পরায় তার জীবনগাঁথা উদ্ভাসিত। সেটি একটি ‘সাংস্কৃতিক স্পর্শকাতর’ উপাখ্যানই বটে।
দৃশ্যত এখনও সেই ‘সাংস্কৃতিক স্পর্শকাতর’ পরিবেশ সেখানে বিদ্যমান। কেননা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যখন টুইন টাওয়ারে হামলা হয়, তখন তার প্রতিশোধের প্রথম বলি হয়েছে মুসলমানের পরিবর্তে একজন শিখ। অ্যারিজোনা অঙ্গরাজ্যের মেসায় বলবির সিং সোধি নামের পেট্রোলপাম্পের এক ব্যবস্থাপককে গুলি করে হত্যা করা হয়। উদ্দেশ্যগতভাবে আততায়ী কেবলই ‘পাগড়ি’ পরিহিতকে হত্যা করতে চেয়েছে। তাই নিষ্ফল যাতনায় আমি ১৯৮৩ সালে বব মার্লির মরনোত্তর মুক্তিপ্রাপ্ত ইংরেজি গানটি গাই, যার বঙ্গানুবাদ: ‘মোষতুল্য রাস্তাফারি যোদ্ধা/ সেই-ই মোষতুল্য যোদ্ধা/ আমেরিকার ঠিক অন্তরে/ আফ্রিকায় চুরি যাওয়া ও আমেরিকায় নিয়ে আসা/ যে পদার্পণে লড়ছে, জীবনসংগ্রামে অবিরত।’