মোহাম্মদ রকিব : [২] ওজনে হালকা ও ২১ মিটার লম্বা উচ্চগতির এই ট্রেনের প্রোটোটাইপটি গেলো সপ্তাহে সিচুয়ান প্রদেশে গণমাধ্যমের সামনে প্রদর্শন করা হয়। সিএনএন
[৩]ট্রেনটি উচ্চ তাপমাত্রা সৃষ্টিকারী বিশেষ বৈদ্যুতিক শক্তিতে এমনভাবে চলে, দেখে মনে হয় একটি চুম্বক লাইনের উপর দিয়ে ভেসে চলছে।
[৪] ট্রেনটি দেখতে কেমন হবে ও চলার সময় এর যাত্রীরা কেমন অনুভব করবেন তা বোঝানোর জন্য এর গবেষকরা ১৬৫ মিটার লাইন তৈরি করে এটি প্রদর্শন করে বলে জানায় চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া নিউজ।
[৫] এই বিশেষ ট্রেনটি নিয়ে গবেষণা করছেন সাউথইস্ট জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর হি চুয়ান। তিনি সংবাদ মাধ্যমকে জানান, আগামী ৩-১০ বছরের মধ্যে ট্রেনটি পুরোপুরিভাবে পরিচালনার জন্যে উপযোগি হয়ে উঠবে।
[৬] তিনি আরও বলেন , শিচুয়ান প্রদেশটি খনিজ সম্পদে ভরপুর যা এই ট্রেনের জন্য স্থায়ী চুম্বক লাইন তৈরিতে সহায়ক হবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল