মাহবুবুর রহমান: [২] এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ বিষয়ে প্রেসব্রিফিংয়ে জানান, গত ১ জানুয়ারি ওই এলাকার কয়েকজন বখাটে যুবক অনৈতিক কাজের অপবাদ দিয়ে স্থানীয় ওই পল্লী চিকিৎসক ও একজন গৃহবধূকে মারধর করে।[৩] পরে তাদেরকে একটি গাছের সঙ্গে বেঁধেও মারধর করে। এক পর্যায়ে পুরুষ নির্যাতনের ঘটনাটি তারা মোবাইলে ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।[৪] বিষয়টি পুলিশের নজরে আসলে রোববার জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নির্যাতনের শিকার ওই পল্লী চিকিৎসক বাদী হয়ে হাতিয়া থানায় ১১জনকে আসামী করে মামলা করে। পুলিশ রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে। [৫] গ্রেপ্তার আসামিরা হলেন হাতিয়া উপজেলার নং চানন্দি ইউনিয়নের ১নং আসামী জিহাদ(৩০) ফারুক(৩০) নবীর উদ্দিন হোন্ডা নবীর(৩২), আলোমগীর হোসেন (৪০), আবু তাহের (২৭)। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু