মাহিন সরকার : [২] টেনিস ফেডারেশনের অন্যতম ভেন্যু হিসেবে পরিচিত ঢাকার রমনা টেনিস কমপ্লেক্স। এখন থেকে এই কমপ্লেক্সটি পরিচিতি পাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের নামে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। [৩] সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারের প্রতিটি সদস্যই দেশের ক্রীড়াঙ্গনে এক একটি আলোকবর্তিকা। স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শহীদ শেখ জামালের অবদান সূর্যের আলোর ন্যায় দীপ্তমান ছিল। তিনি ছিলেন একজন সফল টেনিস খেলোয়াড় ।[৪] তিনি বলেন, আমরা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানাতে তার নাম করণ করেছি।সম্পাদনা: বাশার নূরু