আমিরুল ইসলাম : [২] বাংলায় ‘জাপান এশিয়াকে জাগ্রত করেছে’। [৩] প্রবীর বিকাশ সরকারের এই সাফল্যের ভূয়সী প্রকাশ করলেও নেটিজেনদের ওপর ক্ষোভ ঝেড়েছেন কবি আবু হাসান শাহরিয়ার। ফেসবুকে তিনি লেখেন, বামনরা উচ্চতাকে ভয় পায়। উচ্চমানব রবীন্দ্রনাথকে ভয় পায় বলে দুই পৃষ্ঠা পাঠ না-করেই অগণন বামনবাঙালি তার বিরুদ্ধে কুৎসা রটায়। আরেক উচ্চমানব শেখ মুজিবকে ঘুমরাতে পরিবার-পরিজনসহ নৃশংসভাবে হত্যা করে। জন্মশতবর্ষে তার ভাস্কর্য ভাঙচুর করে। তা না-হলে গণমাধ্যমে গুরুত্বসহকারে পরিবেশিত হতো এ খবর। ‘ভাইরাল’ হতো সামাজিক মাধ্যমে। পুস্তকব্যবসায়ীদের শুভেচ্ছায় পৌষে বৃষ্টিস্নাত হতেন লেখক। শেয়ারে-শেয়ারে ঢেউ ঢেউ ভালোবাসার নদী হতো প্রবীর বিকাশ সরকারের ফেসবুকীয় ‘স্ট্যাটাস’। মন্তব্যের ঘরে কেবল অভিনন্দন জানিয়ে তৃপ্ত না- হওয়ায় আমার মতো সার্বভৌম ‘স্ট্যাটাস’ দিতো অনেকেই। একুশ শতাব্দীর ধর্মকবলিত আমবাঙালির কাছে এসব আশা করাও বোকামি। [৩] নিজের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লেখক প্রবীর বিকাশ সরকার। তিনি বলেন, কী আনন্দ, আমার জীবনে এমনটি প্রথম! দেখলাম আমার বইটি আমাজনে বেস্ট সেলারের তালিকায় প্রথম স্থানে আছে। আমাজন বলছে, এশিয়ার ইতিহাসবিষয়ক যতো বই গত বছর প্রকাশিত হয়েছে সেসবের মধ্যে বিক্রিতে প্রথম স্থান দখল করেছে। সম্পাদনা: রায়হান রাজীব