আসিফুজ্জামান পৃথিল: [৩] ২৬ জানুয়ারি জনপথ রোডের আকাশে রুদ্র ফরমেশন গড়ে তুলবে ভারতের বিমানবাহিনী। এর প্রধান আকর্ষণ কয়েক দশক আগেই অবসরে চলে যাওয়া ডাকোটা বিমান। ইয়ন টিভি
[৪] মুক্তিযুদ্ধের সময় ভারতের উপহার দেওয়া ডাকোটার হাত ধরেই যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ বিমানবাহিনী। তাই বাংলাদেশের জন্য এই ভিনটেজ বিমানটি অত্যন্ত আবেগের। যুদ্ধবিমান না হলেও এটি ব্যবহার করেই সিদ্ধিরগঞ্জ ও ইস্টার্ন রিফাইনারিতে বড় দুটি সফল অপারেশন চালায় ‘গ্রুপ কিলোফ্লাইট’, যা ছিলো বিমানবাহিনীর প্রথম ইউনিট। সেই বিমানটি এখন বিমানবাহিনী যাদুঘরে সংরক্ষিত। এমন একটি ডাকোটা ব্যবহার করেই টাঙ্গাইলে এয়ারড্রপ করা হয়েছিলো ভারতের ছত্রীসেনাকে। [৫] ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী ইয়ন টিভিকে বলেন, ‘পুরো জাতিই স্বর্ণালী বিজয় জয়ন্তী পালন করছে। এজন্যই ভিনটেজ ডাকোটা ফের আকাশে উড়বে। বাংলাদেশি কনটিনজেন্ট মার্চ পাস্ট করার সময় এই ডাকোটা উড়ে তাদের সালাম জানাবে।’ [৬] এ বছরের রিপাবলিক ডে প্যারেডে ১২২ সদস্যের বাংলাদেশি কনটিনজেন্ট অংশ নিচ্ছে। ভারতের ইতিহাসে ৩য় বারের মতো এই বাৎসরিক প্যারেডে অংশ নেবে কোনও বিদেশি কনটিনজেন্ট। তিন বাহিনীর সদস্যদের নিয়ে গড়ে তোলা এই কনটিনজেন্টে থাকছেন ১, ২, ৩, ৪, ৮, ৯, ১০ ও ১১তম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং প্রথম, দ্বিতীয় এবং ৩য় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সদস্যরা। এই রেজিমেন্টগুলো মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব