শরীফ শাওন: [২] মঙ্গলবার মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ খুরশীদ আলম আরও বলেন, সরকারের কেনা তিন কোটি ডোজ টিকার প্রথম চালান হাতে পাওয়ার পর সব জেলায় একইসঙ্গে টিকাদান কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীদের কিছু টিকা দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এক সপ্তাহ পর সব জেলায় শুরু করা হবে। [৩] এর আগে টিকা বিতরণ কমিটির সদস্য ডা. শামসুল হক জানিয়েছিলেন, এসব টিকা সংরক্ষণে ২৯টি জেলায় ‘ওয়াক ইন কুল’ (ছোট ঘরের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ) আছে, আরও ১৮ জেলায় তৈরি করা হচ্ছে। এসব জেলায় আইএলআর (হিমায়িত বাক্সের মধ্যে সংরক্ষণ) রয়েছে, এছাড়াও দেশের ৪৮৩টি ইপিআই সেন্টারে এই আইএলআর রয়েছে, সেখানেও টিকা রাখা হবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু