ইসমাঈল ইমু : [২] মঙ্গলবার দুপুর ১২টায় সিআইডি কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়, রাজধানীর বিমানবন্দর এলাকায় স্বামী-স্ত্রীকে চাপা দেওয়ার ঘটনায় বাস চালক তাসিকুলকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে সিআইডি। বাস চালক তসিকুল ঘটনার কথা স্বীকার করলেও নিজের দায় অস্বীকার করছেন। [৩] সিআইডি আরো জানায়, জিজ্ঞাসাবাদে চালক দাবি করে, মোটরসাইকেলটি হঠাৎ তার সামনে চলে আসে, কুয়াশার কারণে তিনি মোটরসাইকেলটি দেখতে না পারায় চাপা পড়ে যায়। হালকা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ১০ বছর ধরে গাড়ি চালাচ্ছিল তসিকুল। এ ঘটনায় ২ হেলপারকে ধরতে অভিযান চলছে বলেও জানায় সিআইডি। [৪] দুর্ঘটনায় নিহত আকাশ ইকবাল (২৬) পদ্মা সেতু প্রকল্পে এবং তার স্ত্রী মায়া হাজারিকা মিতু (২২) হোটেল লেক ক্যাসেলে কর্মরত ছিলেন বলে জানা যায়। এ দম্পতির চার বছরের একটি শিশু সন্তান রয়েছে। [৫] নিহত স্বামী-স্ত্রীর বাড়ি দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়। সোমবার সকালে মোটরসাইকেলে করে তারা দুজন দক্ষিণখান থেকে খিলক্ষেতের দিকে যাচ্ছিলেন। ওইদিন সকাল ৭টার দিকে পদ্মাওয়েল গেটের সামনে পৌঁছালে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান এ দম্পতি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু