মনিরুল ইসলাম : [২] দেশের ছয়টি বিতরণ কোম্পানির বকেয়া গ্যাস বিলের পরিমাণ বর্তমানে ৯ হাজার ১৯ কোটি চার লাখ টাকা। [৩] মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য আবদুল লতিফের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান। [৪] স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।[৫] সংসদে উপস্থাপিত প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বকেয়া তিতাসের। তাদের বকেয়া বিলের পরিমাণ ছয় হাজার ৬৭৭ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া বাখরাবাদ গ্যাস কোম্পানির বকেয়া ৬৯৬ কোটি ৮১ লাখ, কর্ণফুলীর ৮৪৪ কোটি ৯৫ লাখ, জালালাবাদের ৪৮৩ কোটি ৩২ লাখ, পঞ্চিমাঞ্চলের ১৯৫ কোটি ১৯ লাখ এবং সুন্দরবন গ্যাস কোম্পানির ১২০ কোটি ৯৭ লাখ টাকা। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু