তাপসী রাবেয়া: [৪] দ্রুততম সময়ে বাংলাদেশের মানুষকে টিকা প্রয়োগের জন্য ভারতের এই উপহারকে অবিস্মরণীয় বলে অভিহিত করেছেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালী উর রহমান। তিনি বলেছেন, সংকটকালীন এই বন্ধুত্বের কথা ভুলে যাওয়া উচিত হবে না বাংলাদেশের । [৫] এই উপহারকে তিন গ্রেট গিফট হিসেবও উল্লেখ করেছেন। [৬] আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম জমির বলেছেন, উপহার আদান প্রদান হতে পারে। প্রক্রিয়াটি ‘গুড’ বললেও তিনি মনে করেন ভারতের সঙ্গে বন্ধুত্বের বিশ্বাসযোগ্যতা আসবে সীমান্তে হত্যা বন্ধ হলে, তিস্তার পানির সুষম বণ্টন হলে আর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে প্রকৃত সহযোগিতা করলে। [৭] ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, টিকা উপহার দেওয়ার বিষয় না। টিকা মহামারি প্রতিরোধে প্রত্যেক দেশেরই প্রয়োজন। যেখানে ভারত নিজেই তার দেশের চাহিদা পূরণ করতে পারছে না অন্যদেশকে উপহার তারা দেয় কিভাবে এমন প্রশ্নও করেন তিনি। [৮] তার মতে, যেহেতু প্রতিশ্রুতি ছিল ভারত ও বাংলাদেশে একই সময়ে টিকা দেওয়া শুরু হবে তারই অংশ হিসেবে এই উপহার রাজনৈতিক কৌশল। তবে এটি নেতিবাচক ধারণাই তৈরি করবে বেশি। তিনি আরও বলেন, টিকা উপহার দেয়ার বিষয়ে তার মতামত নেয়া হলে তিনি এই প্রক্রিয়াকে না বলতেন। সম্পাদনা: রায়হান রাজীব