সোহেল হোসেন : [২] অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা মঙ্গলবার আসামীদের উপস্থিতে এই রায় ঘোষণা করেন।
[৩] দণ্ডপ্রাপ্ত হলেন- মঞ্জুর রহমান (৩০), মোয়াজ্জেম হোসেন (৩৮), বাবুল মিয়া (৩৯), আজিজুল হক (২৫) ও ফেলি বেগম (২১) ।
[৪] রাষ্ট্রপক্ষের আইনজীবী আফসারুল ইসলাম মনি জানান, ২০১৩ সালে ১৮ জুন ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা ও হাতুড়ি দিয়ে মারাত্নকভাবে জখম করে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
[৫] এ ঘটনায় একই বছরের ১৯ জুন নিহতের ভাই মনসুর আলী বাদি হয়ে ২৫ জনকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। ২০১৪ সালে ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সম্পাদনা : মুরাদ হাসান