মুনশি জাকির হোসেন : ২৭ বছর পূর্বে- উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী মোমবাতি প্রতীক নিয়ে পাস করলো। এর পর পরই শিবিরের গুন্ডার দল আলকাতরা, চিটাগুড় নিয়ে রাস্তায় শাড়ি পরা মেয়েদের শরীরে লাগিয়ে দিলো। কারণ শরিয়া মোতাবেক পর্দা না করা। ২৭ বছর পরে- এখন আর শিবিরের সেই আলকাতরা, চিটাগুড়ের দরকার নেই। এক সময়ে তারা যেগুলো জোর করে চাপিয়ে দিতে মরিয়া ছিলো, আজ সেগুলো শহুরে সংস্কৃতির অংশ। গ্রামীণ সমাজে কিন্তু এতো হিজাব, এতো বোরকা নেই। নামাজ, রোজা না করলেও সে হিজাব করে। ধর্মীয় অনুশাসন না মানলেও সে হিজাব করে। ঘুষ, দুর্নীতিতে নিমজ্জিত হয়েও একজন হিজাব করে। এগুলো মূলত সংস্কৃতি, ট্রেন্ড, প্রবণতা। পলিটিক্যাল ইসলামিস্টরা এগুলোকে ইসলামি সংস্কৃতি/ইসলামি জাতীয়তাবাদ বলে। ঈমান, আমল যতোটা না মজবুত তার থেকে হালাল, হারাম(টাকা ব্যতিরেক), পোশাক, টুপির বাহ্যিক আবরণ হাজারগুন বেশি মজবুত। বিষয়গুলো যতোটা না ধর্মীয় তার থেকে বেশি সামাজিক, যতোটা না পারলৌকিক তার থেকে বেশি ইহলৌকিক। ফেসবুক থেকে