বিশ^জিৎ দত্ত: [৩] বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ যুক্তরাষ্ট্র, বড় রপ্তানি বাজারও। গত কয়েক বছরে দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধি পায়নি। আবার রপ্তানিও স্থির রয়েছে। এই অবস্থায় নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্নির্মাণ করতে হবে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী নেতা। [৪] অর্থনীতিবিদ আমিনুর রহমান মনে করেন, ভারত ‘নমস্তে ট্রাম্প’ নীতিতে চলেছে। বাংলাদেশ এই নীতি অনুসরণ করেছে মাত্র। ট্রাম্প বাংলাদেশের রাজনীতিতে নাক গলাননি। তবে ডেমোক্রেটদের যা বৈশিষ্ট্য- বিশেষ করে মানবাধিকার, গণতন্ত্র; এসব বিষয়ে তারা কথা বলতে পারে। তাছাড়া বাইডেন প্রশাসনে হিলারীর ব্যাপক প্রভাব থাকবে বলে মনে করছেন মার্কিন বিশেষজ্ঞরাই। [৫] যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরোর হিসাবে , বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বছরে প্রায় ৯ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে। তবে এই ব্যবসা ২০১৮ সালের পর থেকে কিছুটা কমেছে। ২০১৮ সালে যেখানে বাংলাদেশ রপ্তানি করেছে ৬ বিলিয়ন ডলারের পণ্য, সেখানে ২০২০ সালে রপ্তানি করেছে সাড়ে ৫ বিলিয়ন ডলার। [৬] বাংলাদেশ ও আমেরিকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আফতাবুল ইসলাম বলেন, আমরা গত ৪ বছর বিভিন্নভাবে সাফার করেছি। আমাদের টেক্সটাইলে যুক্তরাষ্ট্র ১৬ শতাংশ শুল্কায়ন করে রেখেছে। সেখানে চীন ও ভারত যথাক্রমে ৩ ও ৫ শতাংশ শুল্ক দেয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব