আসিফুজ্জামান পৃথিল: [৩] শপথ নিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে আর বর্ণবাদের স্থান নেই। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনও ন্যাশনাল অফিসের প্রথম নির্বাচিত নারী হিসেবে কমলা হ্যারিস তা প্রমাণ করেছেন। এখনই যদি বর্ণবাদ দূর না হয়, আর কখনই হবে না। এখনই লড়াই করার সেরা সময়। [৪] ‘আমাদের একে অপরকে দরকার। আসুন না, আমরা তা সত্য করে দেখাই। একটা দেশ হয়ে দেখাই। আমি আপনাদের কথা দিচ্ছি, নতুন ভোর আসবে, আমরা জয়ী হবো। আমরা একসঙ্গে, আবার বলছি একসঙ্গে এটা করবো। আমরা যতোবার ধাক্কা খেয়েছি, ততোবার আরও শক্তি অর্জন করেছি। আমরা আবারও করে দেখাবো।’ [৫] তিনি করোনা ভাইরাসকে একটি জান্তা ভাইরাস বলে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বের বিপদের সময় নেতৃত্ব দিতে ব্যর্থ হযেছে। সারা বিশ্বই এজন্য হতাশ। তিনি কথা দেন, এই কঠিন সময়ের উপর যুক্তরাষ্ট্র ছড়ি ঘোরাবে। এমন এক গল্প তৈরি হবে, যা নাতি নাতনিদের শোনানো যাবে। একটি গল্প তৈরি হবে। যা যুগ যুগ ধরে শোনানো যাবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব