আসিফুজ্জামান পৃথিল, লিহান লিমা আখিরুজ্জামান সোহান: [৩]ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে এসব কথা বলেন, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট। তিনি বলেন, জনগণ তাকে লড়াই করার জন্য নির্বাচিত করেছিলো। তাই তিনি জনতার সম্মান রেখেছেন। অবশ্য এই ভিডিওতেও তিনি নভেম্বরের নির্বাচনের জন্য পরাজয় স্বীকার করেননি। বিবিসি
[৪]ক্যাপিটল দাঙ্গা সম্পর্কে ভিডিওতে ট্রাম্প বলেন, ‘আমরা আমেরিকান হিসেবে যা কিছু লালন করি, সংঘাত সে সব কিছুর উপরেই আঘাত। এটা কোনওভাবেই সহ্য করা যাবে না।’ পুরো ভিডিওতে তিনি নিজ উত্তরসূরীর নাম একবারের জন্যও নেননি। [৫]ভিডিওতে তিনি নিজেকে শান্তির অগ্রদূত দাবি করে জানান, চলতি শতকে তিনিই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যার যুদ্ধ শুরুর করার কোনও রেকর্ড নেই। তার দেওয়া এই তথ্য অবশ্য সত্য। বরং তার সময়ে বেশ কয়েকটি যুদ্ধের অবসান ঘটানো হয়েছে। এনবিসি
[৬]বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ ঘাঁটিতে ট্রাম্পের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে হোয়াইট হাউস। সেখান থেকে অনুষ্ঠান শেষে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে চলে গেছেন ট্রাম্প। সেখানে তার মার-এ-লাগো রিসোর্টে শুরু করবেন পরবর্তী জীবন। সম্পাদনা : মোহাম্মদ রকিব