সুজিৎ নন্দী: [৩] দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিএসসিসির খালগুলো দখলমুক্ত করার বিশাল কর্মযজ্ঞ চলছে। [৪] মেয়র বলেন, আগামী মার্চ মাসের মধ্যেই আমরা আমাদের এই কার্যক্রম শেষ করতে চাই। খাল দখলমুক্ত এবং বর্জ্য অপসারণে আগামী মার্চ মাস পর্যন্ত যে কার্যক্রম গ্রহণ করেছি তা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে করছি। [৫] মেয়র তাপস অবকাঠামোগত উন্নয়নে আমাদের ১শ’ কোটি টাকা খরচ হবে। এছাড়াও খালের বর্জ্য অপসারণে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা খরচ হবে। বুধবার মতিঝিল পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ঢাকাকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলবো। ২০৪১ সালের মধ্যে নতুন প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ রেখে যাবো । সম্পাদনা: রায়হান রাজীব, সালেহ্ বিপ্লব