মাসুদ আলম, আমান উল্লাহ : [৩] বুধবার দুপুরে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। [৪] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মহেশখালী, কুতুবদিয়ার জলদস্যুরা এখন স্বাভাবিক জীবন যাপন করছে। সরকারের শক্ত ভূমিকায় সারাদেশে শান্তির সুবাতাস বইছে।[৫] শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আগামীর দেশে তোমরাই নেতৃত্ব দেবে। তোমাদের জন্য অনেক সম্ভাবনা অপেক্ষা করছে। কোনভাবেই মাদকের সাথে নিজেকে জড়াবে না। [৬] বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, কক্সবাজারের সব উন্নয়নের হাব হচ্ছে। এমন কাজ হচ্ছে, আগামী ৫ বছর পরে মাতারবাড়িকে চেনা যাবে না।[৭] এর আগে কক্সবাজার রিজিয়নের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিততে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ৫৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। [৮] অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। সম্পাদনা : ইসমাঈল ইমু