তাবাসসুম সুইটি: [৩] ডেমোক্রেট পার্টি ইতোমধ্যেই মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের কাছে গত ছয় বছরে ট্রাম্পের ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পত্তির হিসাব চেয়েছেন। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন এই ধরনের আবেদনকে অবৈধ বলে প্রত্যাখান করেছেন। সিএনএন
[৪] কিন্তু ট্রাম্পের আইনজীবীরা আশঙ্কা করছেন, স্থানীয় কর্তৃপক্ষ হয়ত বাইডেনের শপথের পর ট্রাম্পকে না জানিয়েই তার ব্যক্তিগত নথিপত্র ডেমোক্রেটদের হাতে দিয়ে দেবে। ট্রাম্পের এক আইনজীবী বলেন, ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে বিবাদীদের করা মামলার নিষ্পত্তি বা কোনও রকম আইনি নোটিশ না দিয়েই হয়ত প্রশাসনের কাছে পুনরায় এই ব্যাপারে অনুরোধ করা হতে পারে। তিনি আরও বলেন, ডেমোক্রেটরা এখন আদালতে চ্যালেঞ্জ করার জন্য একটা সুযোগ খুঁজছে। [৫] এর আগে নিউইয়র্কে করা এক মামলায় ট্রাম্প জিতে যান। আদালতের রায় অনুসারে ডেমোক্রেটদের শুধুমাত্র ট্রাম্পের আয়কর সম্পর্কে জানার সুযোগ হয়েছিলো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল