রাশিদুল ইসলাম : [২] নতুন এই রাজনৈতিক দল গঠনে ঘনিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়ে বলছে ট্রাম্পের টার্গেট এখন ২০২৪ সালের মার্কিন নির্বাচন। স্পুটনিক
[৩] গত সপ্তাহে ট্রাম্প তার আস্থাভাজন কয়েকজন রিপাবলিকান নেতা ও শুভাকাঙ্খিদের নিয়ে বৈঠক করেন। সেখানে দলের নাম নির্ধারণ করা হয়। [৪] নির্বাচনে পরাজয় স্বীকার না করা এবং সমর্থকদের উস্কানি দেওয়ার পর তাদের দাঙ্গাহাঙ্গামায় বেশ কিছু রিপাবলিকন ট্রাম্পকে ছেড়ে চলে যান বা কঠোর সমালোচনা করেন। ট্রাম্প এতে মোটেই বিচলিত নন। নতুন রাজনৈতিক দল, নতুন মিডিয়া যা কিছু করতে হয় ২০২৪ সালের নির্বাচনকে টার্গেট করেই করছেন ট্রাম্প। [৫] ট্রাম্পের সমর্থকের অভাব নেই, টাকা পয়সারও অভাব হবে না। মার্কিন রাজনীতিতে তিনি ইতোমধ্যে নতুন ‘ট্রাম্পিজম’ ধারার জন্ম দিয়েছেন। গত মঙ্গলবার সিনেট মেজরিটি নেতা মিচ ম্যাককনেল ট্রাম্পকে সন্ত্রাসে উস্কানি দেওয়ার জন্যে অভিযোগ করেছেন। কিন্তু এটাও সত্যি ট্রাম্পের আহ্বানে সশস্ত্র নারী পুরুষের ক্যাপিটলে ঢুকে পড়ার মত লোকজন আছে। এমনকি তাদের নিবৃত্ত হতে বললে সমর্থকরা উল্টো হতাশ হয়ে ট্রাম্পকে বিশ^াসঘাতক ও কাপুরুষ বলে অভিহিত করেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল