শিমুল মাহমুদ: [২] কোভিড পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে যত দ্রুত সম্ভব শিক্ষা কার্যক্রম চালুর জন্য কাজ করছে। [৩] অধ্যাপক ড. আখতারুজ্জামান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় নিউজ। [৪] ঢাবি উপাচার্য বলেন, কিছু নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। কারণ আমরা চাচ্ছি কিভাবে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব ক্যাম্পাসকে মুখরিত করা এটিকে আরো সচল করা যায়। আমরা এ ধরনের প্রতিকূলতা ও চ্যালেঞ্জসমূহ অতিক্রম করে কিভাবে আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারি এবং তাদের সময় যাতে নষ্ট না হয় তার জন্য কিছু কিছু উদ্যোগ গ্রহণ করবো।[৫] বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু