আসিফুজ্জামান পৃথিল: [৩] তিব্বতের মেকংয়ে চীন একটি সুপার জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। ভারত বলছে, ব্রক্ষপুত্রের পানির ওপর চীনের মতো বাংলাদেশ ও ভারতেরও অধিকার রয়েছে। ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনের এক বৈঠকে এই বলা হয়, প্রকল্পটি শুষ্ক মৌসুমে এই দুই দেশে তীব্র পানি সঙ্কট তৈরি করতে পারে। রিপাবলিক ওয়ার্ল্ড [৪] নভেম্বরে পাওয়ার কন্সট্রাকশান কর্প অব চায়নার চেয়ারম্যান ইয়ান ঝিইয়ং জানান, তার দেশ ইয়ারলুং জাংবো নদীর ভাটিতে প্রস্তাবিত জলবিদ্যুৎ কেন্দ্রে প্রয়োজন হলে পানি সঞ্চয়ও করবে। [৫] ওয়াটার কমিশন জানিয়েছে, অরুণাচলে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি রিজারভয়ের বানাতে চায় ভারতও। যদি চীন অতিরিক্ত পানি ছাড়ে, সেই পানি এখানে জমিয়ে শুকনো মৌসুমে ব্যবহার করবে। [৬] বাংলাদেশের ব্রহ্মপুত্র নদের ৯০ শতাংশ পানিই আসে ভারত থেকে। ফলে চীন ও ভারতের প্রকল্পে বাংলাদেশেরই ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা বেশি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব