ইমরুল শাহেদ: [২]যুক্তরাষ্ট্রের প্রশাসনিক পরিবর্তনকে সামনে রেখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেইশি এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসনই পাকিস্তানকে পাশ কাটিয়ে যেতে পারবে না। আইএএনএস, ইয়ন [৩]জিওটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এখন একটা নতুন বিশ্বের সৃষ্টি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নতুন নতুন চাহিদা। তিনি বলেন, পাকিস্তান এবং মার্কিন প্রশাসনের মধ্যে এমন কিছু বিষয় যা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। [৪]পাকিস্তানের আঞ্চলিক গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে অনেক চ্যালেঞ্জ আছে। আমি বলছি না যে সেগুলো থাকবে না। আমাদেরকে বাস্তবতার মুখোমুখি হতেই হবে। আমি বিশ্বাস করি পাকিস্তানের এখানে অনেক কিছুই করার আছে।’ [৫]পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সিনেটর হিসেবে বাইডেন ফরেন রিলেশন্স কমিটির সদস্য ছিলেন। তখনই তিনি যথেষ্ট সম্মান কুড়িয়েছেন। সম্পাদনা : মোহাম্মদ রকিব