সালেহ্ বিপ্লব: [২] রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির জানান, শুক্রবার রাতে পূর্বাচল উপশহরের ১১ সেক্টরের কুমারটেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের তিনজনই প্রতিবন্ধী। [৩] পুর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) উচ্চ ভোল্টেজের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ে। এরপর পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে মাসুম মিয়ার ঘরের টিনের চালের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে ঘরে আগুন ধরে যায়।[৪]মাসুম মিয়া ও তার প্রতিবন্ধী দুই ছেলে ঘটনাস্থলেই মারা যান। মাসুম মিয়ার প্রতিবন্ধী স্ত্রী সীমা বেগমকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।