শিমুল মাহমুদ: [২] যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’-এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, শুক্রবার বিকেলে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয় এবং বায়ুরমান ছিলো ১৯৭। চলতি সপ্তাহে দিনের কোনও না কোনও সময়ে দূষণের এক নম্বরে ছিল। গত বৃহস্পতি, মঙ্গল ও সোমবার বায়ুর মান ছিলো ৩২৬ পর্যন্ত। সেটাকে ‘দুর্যোগপূর্ণ’ বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা। [৩] পরিবেশ মন্ত্রণালয় সূত্র জানায়, বায়ুদূষণের জন্য ২০টি কারণ চিহ্নিত করা হয়েছে। কারণগুলো অন্যতম হলো ইটভাটা, রাস্তা নির্মাণ, সেবা সংস্থাগুলোর নির্মাণকাজ ও রাস্তা খোঁড়াখুঁড়ি, ড্রেন থেকে ময়লা তুলে রাস্তায় ফেলে রাখা, ফিটনেসবিহীন পরিবহন থেকে নিঃসৃত ক্ষতিকর ধোঁয়া, ময়লা-আবর্জনা পোড়ানো, বর্জ্য রাস্তায় ফেলা, অধিক সালফারযুক্ত ডিজেল ব্যবহার। [৪] দূষণ বিশেষজ্ঞ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বলেন, এখন আসল কাজ হচ্ছে দূষণ নিয়ন্ত্রণে যেসব উদ্যোগের কথা বলা হচ্ছে সেগুলো বাস্তবায়ন মনিটরিং করা। দীর্ঘমেয়াদে যে দূষণের ক্ষতি অনেক বেশি এটা সরকারকে বুঝতে হবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু