মাসুদ আলম: [৩] গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এমন আমুদে জীবন কাটাচ্ছেন হলমার্ক কেলেংকারির হোতা তানভীরের অন্যতম সহযোগী ভায়রা তুষার। সিনিয়র জেল সুপারের উপস্থিতিতেই কয়েদির এমন কাণ্ডে প্রত্যক্ষ সহযোগিতা করছেন ডেপুটি জেলার সাকলায়েন। [৪] জানা গেছে, গত ৬ জানুয়ারি কারাগারের প্রধান ফটকের ভেতরে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ১২টা ৫৬ মিনিটি কারাগারে দুই যুবকের সাথে প্রবেশ করেন একজন নারী। ফুটেজে ডেপুটি জেলার সাকলায়েনকে দেখা গেছে ওই নারীকে রিসিভ করতে। আট মিনিট পর তুষারকে নিয়ে আসেন সাকলায়েন। প্রায় ১০ মিনিট পর বেরিয়ে যান সিনিয়র জেল সুপার রত্না রায়। তুষার কারাগারে প্রবেশ করা নারীকে নিয়ে কক্ষে থাকেন টানা ৪৫ মিনিট। [৫] গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, এমন অভিযেগের ভিত্তিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে সত্যতা পাওয়া গেছে।
[৬] শুক্রবার কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানান, প্রত্যাহার করা বাকি দুজন হলেন সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমান। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু, সালেহ বিপ্লব