রফী হক : সোঁ সোঁ হাওয়া আর বড় নির্জন চারধার। শিকাগোকে বলা হয়ে থাকে ‘উইন্ডি সিটি’। মিশিগান লেকের দিক থেকে যে একটা অনন্ত শীতল কনকনে হাওয়া বয়ে যায়-এর ভেতরে হিমধরা বুক কাঁপানো ভয়ের চেয়ে বেশি থাকে একধরনের মিহিন চিকন ভালোলাগা। সেই ভালো লাগাকে সঙ্গে নিয়ে প্রায় দিনই যাই ‘শিকাগো আর্ট ইন্সটিটিউটে’। ছয় নং বাস ধরে লেক মিশিগান ঘেঁষে বেলবোর হিলটন হোটেলকে হাতের বামে রেখে মিশিগান এভিনিউয়ের ডান পাশের স্কাল্পচার গার্ডেনটির সঙ্গে আর্ট ইন্সটিটিউট। কনটেম্পোরারী মডার্ন উইংটি খুবই সুন্দর। মার্কিন প্রেসিডন্ট বারাক ওবামা তার স্ত্রী মিশেলের সঙ্গে প্রথম ডেট করেছিলেন এই আর্ট ইন্সটিটিউটে একটি প্রদর্শনী দেখার ছলে। মিউজিয়ামের মডার্ন উইংয়ে আমার খুব ভালো লেগেছে হুয়ান মিরোর শিল্পকর্মগুলো। এখানে হুয়ান মিরোর নানা সময়ের কাজ আছে, সালভাদর দালী, মার্ক আর্নেস্টসহ অন্যান্য পরাবাস্তববাদীদের কালেকশন আছে যে সত্যি মুগ্ধ হই বারবার। তাদের ই¤েপ্রশনিজম সময়ের শিল্পকর্মের ভালো কালেকশন আছে।
ভাবতে ভালো লাগে যে, যে সমস্ত শিল্পকর্ম চারুকলায় পড়ার সময় বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠায় দেখেছি তার অরিজিনাল কাজগুলো দেখার সৌভাগ্য হয়েছে আমার। কিছু কাজ প্যারিসে দেখেছি। ইউরোপের অন্যান্য মিউজিয়ামেও দেখেছি। এখন আমেরিকাতে দেখছি। কিন্তু অদ্ভ‚তভাবে আমি লক্ষ করেছি, ইউরোপের খ্যাতিমান শিল্পীদের অধিকাংশ এবং বিখ্যাত শিল্পকর্মই আমেরিকার মিউজিয়ামগুলোতে। ফেসবুক থেকে