সিদ্দিক মাহমুদ : পশ্চিমবঙ্গের মানুষ আসল ‘বাঙালি’ নয়, তারা প্রান্তিক বাঙালি। তারা ‘রাঢ় জাতি’। আসল বাংলা পদ্মার পূর্ব পাড়। আসল বাঙালি জাতি পদ্মা, মেঘনা, যমুনা নদীর পাড়ে বসবাস করা জাতি। পশ্চিমে রাঢ়, উত্তরে অহম, উত্তর-পশ্চিমে কোচ, পূবে ত্রিপুরী। রাঢ়, অহম, কোচ, ত্রিপুরীরা যে বাংলা ভাষায় কথা বলে সে ভাষা ও মূল বাংলা ভাষা আলাদা। ভালো করে ভাষার শব্দগুলো পর্যালোচনা করলেই বোঝা যাবে। বিশেষ করে গত ৫০ বছর যাবত পশ্চিমবঙ্গের বাংলা ভাষার সঙ্গে হিন্দি, উড়িয়া, গুজরাটি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, মারাঠি শব্দগুচ্ছ যুক্ত হয়ে ওই ভাষা আমাদের বাংলা ভাষা থেকে সম্পূর্ণ পৃথক হয়ে গিয়েছে। তাদের সাহিত্যের বই আর আমাদের বই পাশাপাশি দেখলে এই পার্থক্য পুরোপুরি বোঝা যাবে। আমাদের ভাষাবিদদের উচিত এই ভাষা নিয়ে, ভাষার পার্থক্য নিয়ে গবেষণা করা। বাংলা একাডেমি সম্পূর্ণ ‘অপ্রয়োজনীয়’ ‘ইদ’ আর ‘ঈদ’ বিতর্কে না জড়িয়ে ভাষার এই কার্যকর গবেষণা করুন। প্লিজ দয়া করে পশ্চিমবঙ্গের পদলেহন করবেন না। ফেসবুক থেকে