বাশার নূরু: [২] নুরুল ইসলাম সুজন আরও বলেন, এর মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্সের মতো রোগীরা খুব সহজেই তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। লাগেজ ভ্যানের মাধ্যমে ব্যবসায়ীরা প্রান্তিক এলাকা থেকে খুব সহজেই তাদের কৃষিসহ বিভিন্ন পণ্য রেলে পরিবহণ করতে পারবেন। এজন্য এজেন্ট নিয়োগ করা হবে। তাদের কাজ হবে পণ্যগুলো সঠিকভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া। [৪] মন্ত্রী বলেন, সরকার সড়ক, নৌ, বিমান ও রেল পরিবহনকে সমানভাবে জনগণের ব্যবহার উপযোগী করার জন্য কাজ করে যাচ্ছে। মানুষ রেলে খুব সাশ্রয় ও নিরাপদে মানুষ যাতায়াত করতে পারে। আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে। তাই মানুষ সড়ক পথের চেয়ে এখন রেলে বেশি যাতায়াত করতে স্বাচ্ছন্দবোধ করে। [৫] তিনি বলেন, আগামী ২৬ মার্চ চিলাহাটি-হলদিবাড়ি রুট দিয়ে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে শিলিগুড়ি পর্যন্ত রেলযোগাযোগ স্থাপন করা হবে এবং পরে ভারত নেপাল ও ভুটানের সাথে এই রুটেই রেলযোগাযোগ স্থাপন করা হবে। আমরা চেষ্টা করছি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রেলপথে যোগাযোগ স্থাপন করার। [৬] রবিবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। সম্পাদনা: রায়হান রাজীব