বিশ্বজিৎ দত্ত: [২] অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা ড. খায়রুজ্জামান বলেন, করোনার প্রভাবে মার্চ থেকে জুন ২০২০ সালে ফরমাল ও নন ফরমাল খাতে সাময়িক কর্মহীনতায় পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছিলো। দারিদ্রের হার ২০.৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২৯.৫ শতাংশ হয়েছিলো। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে।
[৩] অর্থনীতিবিদ অধ্যাপক সেলিম রায়হান বলেন, ২০১৮ সালে জিইডি সানেমের গবেষণায় দেখা গেছে, দারিদ্র্যের হার ২১ দশমিক ৬০ শতাংশে নেমেছিল। ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরের গবেষণা বলছে, এ হার বেড়ে ৪২ শতাংশ হয়েছে। [৪] তিনি বলেন, ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরের গবেষণা বলছে, বাংলাদেশের গ্রামে দারিদ্র্যের হার বেড়ে ৪৫ দশমিক ৩০ শতাংশ হয়েছে। শহরে এ হার ৩৫ দশমিক ৪০ শতাংশ হয়েছে। [৫] ২০২০ সালের ফেব্রুয়ারিতে দেশের দরিদ্রতম ২০ শতাংশ মানুষ দেশের মোট আয়ের ৭ দশমিক ৭২ শতাংশ পেত। আর দেশের মোট আয়ের ১৫ দশমিক ৮২ শতাংশ আয় করত দেশের ধনী ৫ শতাংশ মানুষ। এখন দেশের মোট আয়ের ১৫ দশমিক ৮৬ শতাংশ ধনী ৫ শতাংশের দখলে। দেশের মোট আয়ের ৬ দশমিক ৪৭ শতাংশ দরিদ্রতম ২০ শতাংশের দখলে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব