শরীফ শাওন: [৩] মেলার আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। তিনি বলেন, মেলা শেষ করার বিষয়ে প্রকাশকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।[৪] মঙ্গলবার বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক বলেন, ১৭ মার্চ মেলা শুরু করার বিষয়ে আবেদন জানিয়েছিলাম। পরবর্তীতে আয়োজক কর্তৃপক্ষ এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে মেলা শুরুর বিষয়ে এ সিদ্ধান্তটি আসে। [৫] তিনি বলেন, একমাস মেলা পরিচালনা করতে ১৪ এপ্রিল পর্যন্ত মেলা পরিচালনার বিষয়টি আবেদনে উল্লেখ করা হয়েছিলো। রমজান মাসের ২-১ দিন এই মেলা কার্যক্রমে কোনও প্রতিক্রিয়া ফেলবে না। তবে আমরা সকলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। গ্রন্থমেলা আয়োজনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্পাদনা: রায়হান রাজীব