শিমুল মাহমুদ: [২] সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুরক্ষা অ্যাপ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, প্রধানমন্ত্রী বিকেল ৩ টায় ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রথম ৫ জনকে টিকা দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকবেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। [৩] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ২৮ ও ২৯ জানুয়ারি করোনা রোগীর জন্য নির্ধারিত ৫টি সরকারি হাসপাতালে ১০০ জন করে মোট ৫০০ জনকে টিকা দেয়া হবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু