শরীফ শাওন: [৩] চলতি অর্থবছরের (২০২০-২০২১) ডিসেম্বর পর্যন্ত এই রাজস্ব আদায় হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিলো ১লাখ ৪১ হাজার ২২৫ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার ৭৯১ কোটি টাকা কম হয়েছে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম। [৪] সোমবার এনবিআর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছিলো ১ লাখ ৬ হাজার ৮৮ কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ১ লাখ ১০ হাজার ৪২৪ কোটি টাকা।[৫] আবু হেনা রহমাতুল মুনিম বলেন, আয়কর, কাস্টমস ও ভ্যাট এ তিন বিভাগ করোনার মধ্যেও অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের পরিশ্রমে এ রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। [৬] এনবিআর চেয়ারম্যান বলেন, বৈশ্বিক মহামারির কারণে মঙ্গলবার আন্তর্জাতিক কাস্টমস দিবস কিছুটা স্বল্প পরিসরে পালিত হবে। এ লক্ষ্যে র্যালি স্থগিত করে, সেমিনারের আয়োজন করা হয়েছে। সম্পাদনা: রায়হান রাজীব