শিমুল মাহমুদ: [৪] মঙ্গলবার সকাল থেকেই ব্যস্ত ছিলেন কুর্মিটোলা, ঢাকা মেডিক্যাল, বিএসএমএমইউ, মুগদা ও কুয়েত মৈত্রী হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিরা। [৫] কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সের শরীরে টিকা দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। [৬] হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ জানান, কেবল ২৭ কিংবা ২৮ তারিখ ধরে এই পরিকল্পনা নয়, হয়তো এই টিকাদান কর্মসূচি চালাতে হবে অনেক দিন। সে হিসেবেই পরিকল্পনা করা হয়েছে।
[৭] ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, সব বিভাগের প্রতিনিধিদের নিয়ে ১০০ জনকে বাছাই করা হয়েছে। হাসপাতালের নিচতলাতে ভ্যাকসিন দেয়ার বুথ করা হয়েছে।[৮] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আমিন বলেন, আমাদের প্রিপারেশন অলমোস্ট শেষ। মোট আটটি বুথ থাকবে। প্রতিটি বুথে দুইজন নার্স এবং চারজন করে স্বেচ্ছাসেবক থাকবেন। [৯] মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. অসীম কুমার নাথ বলেন, টিকা দেওয়ার পর ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হবে। বাড়ি যাওয়ার পর কোনও সমস্যা হলেও নির্দিষ্ট নম্বরে কল করে প্রয়োজনীয় সেবা নেয়া যাবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু, সালেহ্ বিপ্লব