শরীফ শাওন: [৩] ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’ এবং ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’ সংশোধন করে গেজেটটি সোমবার রাতে প্রকাশ করা হয়েছে। [৪] ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, শিগগিরই ফল প্রকাশের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি। তবে সঠিক তারিখ বলতে পারছি না।
[৫] তিনি বলেন, প্রতিবার রেজাল্ট তৈরির পর প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হয়। করোনার কারণে হয়তো এবার ভার্চুয়ালি পৌঁছে দেওয়া হবে। সেখানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি থাকবেন এবং ফল প্রকাশের বিষয়ে জানাবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। [৬] আইন সংশোধন হওয়ায় এখন থেকে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ এবং সনদ প্রদান সম্ভব না হলে, শিক্ষা মন্ত্রণালয় কোনও বিশেষ বছরে পরীক্ষা ছাড়াই বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করে মূল্যায়ন এবং সনদ প্রদানের জন্য নির্দেশাবলি জারি করতে পারবে। সম্পাদনা: রায়হান রাজীব, সালেহ্ বিপ্লব