শাহানুজ্জামান টিটু: [৪]বুধবার দুপুরে ঢাকার নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে প্রধান কমিশনারের বরাবরে লিখিত অভিযোগ দিয়ে রিজভী সাংবাদিকদের বলেন, আমরা ভোটের ৩ ঘণ্টার সংক্ষিপ্ত চিত্র দিয়েছি। এটা নজিরবিহীন নির্বাচন। দিনের ভোট রাতে হয়। এ ভোটে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। দুজন মারা গেছেন। এটা সহিংসতার নির্বাচন। [৫] তিনি বলেন, এদেশে তারা শান্তিপূর্ণ ভোটের কথা বলে, তার দৃষ্টান্ত দুই তিন ঘণ্টার মধ্যে ঘটেছে। সিটি নির্বাচন এলাকায় চরম সহিংস অবস্থা বিরাজ করছে। চট্টগ্রামে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ভোটাররা যাতে কেন্দ্রে যেতে না পারেন সেজন্য ‘বাধা দেওয়া হচ্ছে’। পুলিশ কিছু করতে পারছে না। [৬]এরআগে, প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শীতবস্ত্র বিতরণ করে রিজভী বলেন, এই টিকা দিয়ে মানুষের জীবনঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে। সম্পাদনা: রায়হান রাজীব