সমীরণ রায়: [৩] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, নির্বাচনে সরকারি ছুটি ঘোষণা না করায় এবং গণপরিবহন বন্ধ থাকায় ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কিছুটা কম হয়েছে। [৪] তিনি বলেন, বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর ইভিএম মেশিন ভাঙ্গা ও কেন্দ্র দখলসহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সহিংসতার পথ বেছে নিয়েছে। বরাবরের মতো বিএনপি ভোটের মাঠে অংশগ্রহণ না করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। তার দায়ভার আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর চাপানোর চেষ্টা করছে বিএনপি। [৫] ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের প্রথম থেকেই বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীরা নির্বাচনী মাঠে যে সুযোগ-সুবিধা পেয়েছে, তা তাদের আমলেও পায়নি। তারা সব কেন্দ্রে এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে। কারণ তাদের সেই সাংগঠনিক ক্ষমতা নেই। [৬] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চসিক নির্বাচনে জনগণ কখনোই বিএনপির পক্ষে সমর্থন দেয়নি। এমনকি তারা যখন ক্ষমতায় ছিলো তখনও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জয়ী হয়েছে। [৭] বুধবার তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: রায়হান রাজীব