বাশার নূরু: [৪] বুধবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন। [৫] শেখ হাসিনা বলেন, কিছু লোক সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করে। প্রশ্ন করেছে, ভ্যাকসিন আসবে কি আসবে না? আসলে পরে এত দাম হলো কেন? এটা চলবে কি চলবে না? ভ্যাকসিন শরীরে দিলে কী হবে? [৬] যাই হোক, তবু আমি চাই তারাও যাতে সাহস করে টিকা নিতে আসবেন। সমালোচনার লোক থাকা দরকার। তার মাধ্যমে আমরা জানতে পারি, আমাদের কোনো ভুল-ভ্রান্তি হলো কি না? সে জন্য তাদের আমি সাধুবাদ দিচ্ছি। [৭] তিনি বলেন, টিকা আনার প্রস্তুতি আমরা আগেই নিয়েছি। সে অনুযায়ী, সেরাম ও বেক্সিমকোকে সঙ্গে নিয়ে সরকার ত্রিপাক্ষিক চুক্তি করেছে। ভ্যাকসিন দেশে এসেছে।
[৮] প্রধানমন্ত্রী বলেন, নানা ধরনের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করায় করোনার প্রভাব সত্ত্বেও অর্থনীতি একেবারে স্থবির হয়ে পড়েনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব