আসিফুজ্জামান পৃথিল: [৩] পুলিশি নথিতে বলা হয়েছে, তদন্তের জন্য তাদের এই সময়ের প্রয়োজন হবে। সোমবার মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করে সুচিকে আটকের পর এই প্রথম তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো।
[৪]পুলিশ বলছে, এই ৭৫ বছর বয়সী রাজনীতিবিদের বাড়িতে অনুসন্ধান চালিয়ে ওয়াকিটকি রেডিওর সন্ধান মিলেছে। তারা বলছে, কোনও ধরণের অনুমোদন ছাড়াই এগুলো ব্যবহার করা হতো। এছাড়াও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে দূর্যোগ ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে।
[৫]বিশেষজ্ঞদের মতে, মিয়ানমারের আমদানি রপ্তানি আইন বেশ জটিল। চাইলে এই আইন ব্যবহার করে যে কাউকেই অভিযুক্ত করা সম্ভব। অবশ্য এই ব্যাপারে পুলিশ বা সরকারের কোনও মন্তব্য পাওয়া যায়নি। সম্পাদনা : মোহাম্মদ রকিব