রাশিদুল ইসলাম: [৩] মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার মতে, সম্ভাব্য মহামারি দুটি হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত ভাইরাস ওএবং বায়োটেররিজম অর্থাৎ জীবাণুর ভয়াবহ বিস্তার। এ দুটি মোকাবেলায় বিশে^র মানুষ এখনো প্রস্তুতি নেয়নি। ডেইলি স্টার ইউকে
[৪] বিল বলেন, আগামী কয়েক দশকের মধ্যে যদি বিশে^র ১ কোটি মানুষ মারা যায় তাহলে তা যুদ্ধে নয় বরং দ্রুত সংক্রমণজনিত ভাইরাসেই মারা যাবে।
[৫] ইউটিউব চ্যানেল ভ্যারিটাসিয়ামকে দেওয়া সাক্ষাতকারে বিল গেটস বলেন, এ ধরনের আশঙ্কায় সতর্ক করতে মোটেই প্রীত বোধ করি না কিন্তু তবু শ^াসযন্ত্রে আঘাত হানে এমন প্রচুর ভাইরাস রয়েছে- যারা মানবজাতির ওপর একের পর এক আঘাত হানতে পারে। [৬] তিনি বলেন, শ^াসযন্ত্রে ঢুকে পড়া ভাইরাস মারাত্মক ভীতিকর। কারণ ওই অবস্থায় যে কেউ প্লেনে, বাসে চলাচল করতে পারে এবং তার মাধ্যমে অন্য কেউ সহজেই আক্রান্ত হতে পারে। যদি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয় কেউ, তাহলে তাকে হাসপাতালে যেতে হয় এবং অন্যরা সাবধানতার সুযোগ পায়। [৭] বিল গেটস বলেন, এ ধরনের ভাইরাস কিংবা জৈবসন্ত্রাস বন্ধ করা যাবে না কিন্তু আমরা তা মোকাবেলার প্রস্তুতি নিতে পারি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব