রাশিদুল ইসলাম, তরিকুল ইসলাম: [৩] রোববার রিয়াদের অপরাধ ট্রাইবুন্যাল সৌদি নাগরিক আয়েশা আল জিজানীকে মৃত্যুদ- দেন। তার স্বামী বাসেম সালেমকে ৩ বছর ২ মাস কারাদ- ও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে। তাদের কিশোর পুত্র ওয়ালিদ বাসেম সালেমকে ৭ মাস কিশোর সংশোধনাগারে রাখার আদেশও দিয়েছেন আদালত। মিডিল ইস্ট আই
[৪] বাংলাদেশ দূতাবাস জানায়, খুলনার পাইকগাছার মেয়ে আবিরন সৌদি আরবে গিয়েছিলেন ২০১৭ সালে। ২০১৯ সালের ২৪ মার্চ তাকে পিটিয়ে এবং গরম পানিতে ঝলসে খুন করা হয়। সাত মাস পরে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সহযোগিতায় তার লাশ ফিরিয়ে আনা হয়। [৫] শুধু আবিরন নয়, গত পাঁচ বছরে প্রায় ৫০০ প্রবাসী নারীর মরদেহ দেশে এসেছে। এর মধ্যে অন্তত ২০০ জনেরই মরদেহ এসেছে সৌদি আরব থেকে। [৬] গত ডিসেম্বেরে সৌদি আদালতে এ হত্যা মামলার বিচার শুরু হলে বাসেম সালামের পরিবারের পক্ষ থেকে দেশটির কিসাস আইন অনুসারে অর্থ জরিমানা দিয়ে আপোসের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তা প্রত্যাখ্যান করে আবিরনের পরিবার। [৭] সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই মামলায় ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করায় সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব