নূর মোহাম্মদ: [২] আমার ভাষা সফটওয়্যারটি তৈরি করেছে একস্টেপ ফাউন্ডেশন অব ইন্ডিয়া। যাদের মূল ‘অনুবাদ’ সফটওয়্যারটি ভারতে একইভাবে ইংরেজি থেকে বাংলাসহ অন্য ভারতীয় ভাষায় অনুবাদ করার জন্য ব্যবহৃত হয়। [৩] ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ বলেন, আদালতের রায়গুলো বাংলায় হলে সাধারণ মানুষ সহজে বুঝতে পারবে। এতে বিচারপ্রার্থীদের আইনি অধিকার পেতে সহায়ক হবে এবং আইনজীবীদের মুখাপেক্ষি হয়ে থাকতে হবেনা। আইন সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। [৪] সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক বলেন, বিষয়টি খুবই দরকার ছিলো। বর্তমান সরকার ও প্রধান বিচারপতির সদিচ্ছার ফসল এটি। আমাদের দেশে আরও আগে থেকে এটি করা দরকার ছিলো। [৫] তিনি বলেন, তবে এই সফটওয়্যারের ওপর সম্পূর্ণ নির্ভর করা একটু কঠিন। কেননা রায় সাধারণ ইংরেজি না। তাই এটি অনুবাদ করলেও একটি রিভিউ প্যানেল থাকা উচিৎ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব