শিমুল মাহমুদ: [৪] স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে আরো বলা হয় কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়ার চার সপ্তাহের পরিবর্তে আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দিতে হবে। [৫] শনিবার রাজধানীর বিভিন্ন কেন্দ্র টিকা নেন ৩০ হাজার ৯শ’ ১৪ জন। সারা দেশে টিকা নিয়েছেন, ২ লাখ ৩৪ হাজার ৫৬৪ জন, এ পর্যন্ত টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮শ’৭৭ জন। [৬] এদিকে, টিকার প্রত্যাশীদের নিবন্ধন করার জটিলতা এখনো কাটছে না। অনলাইনে নিবন্ধন করতে না পারায় কেন্দ্রে এসে ভিড় করছেন অনেকেই। এতে কেন্দ্র গুলোতে বাড়ছে বিশৃঙ্খলা। চাপে পরছেন টিকা কার্যক্রমের দায়িত্বে থাকা কর্মকর্তারা। [৭] যেকোনো ভাইরাসের টিকা আমদানিতে অগ্রিম আয়কর না নেওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর। এনবিআরের জানিয়েছে, আগে বেসরকারী পর্যায়ে যে কোনো আমদানীতে ৫ শতাংশ অগ্রীম কর বাধ্যতামূলক ছিলো। স্বাভাবিক অবস্থা ফিরে আসলে আবারও এ কর বাধ্যতামূলক করা হবে। সম্পাদনা: বাশার নূরু