আব্দুল্লাহ যুবায়ের: [৩]রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক পরিমল নাথওয়ানি এক বিবৃতিতে বলেন, ২০২৩ সালের মধ্যে এ চিড়িয়াখানা দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এনডিটিভি [৪]তিনি আরও বলেন, ২৮০ একর জমিতে তৈরি হচ্ছে এটি। চিড়িয়াখানা হলেও এখানে প্রাণী নিয়ে গবেষণা করা হবে। কোন বন্য প্রাণী কোথাও আটকে গেলে তাকে উদ্ধাদের জন্যও কাজ করবে আমাদের উদ্ধারকর্মীরা। [৫]২০১৯ সালে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টওয়ার্ক পরিদর্শনে গিয়েছিলেন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি। তিনি সেখান থেকে চিড়িয়াখানা বানাতে অনুপ্রাণিত হন এবং তার ইচ্ছা বাস্তবায়নে কাজ শুরু করেন।সম্পাদনা : মোহাম্মদ রকিব