আমিরুল ইসলাম: [৪] কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, বাংলা ভাষার সঙ্গে ইংরেজি ভাষার মিশ্রণের ক্ষেত্রে বাড়াবাড়ি না করলে ভালো, কিন্তু বাড়াবাড়ি করাটা ঠিক নয়। ইংরেজির চেয়ে বাংলা ভাষার প্রকাশ ভঙ্গিমা বা ক্ষমতা বেশি। [৫] বাংলা সাহিত্যের যে সম্পদ গত শতাব্দী থেকে ইতোমধ্যেই তৈরি হয়ে আছে, সেটাকে আমরা এখনো অতিক্রম করতে পারিনি। যে কোনো বড় লেখকের কথাই ধরি না কেন, আমরা তাদের অতিক্রম করতে পারিনি। [৬] সৈয়দ শামসুল হক, বাংলা ভাষার প্রধান একজন লেখক। বেলাল চৌধুরী, কবিদের মধ্যে শামসুর রাহমান, রফিক আজাদ। তারা অসাধারণ লিখেছেন। নতুন সাহিত্যিকেরা যে একেবারে কিছু করতে পারছেন না, তাও নয়। অতীতে সমস্ত রচনাকে অতিক্রম করে নতুন কিছু লিখে ফেলেছি, এটাও ঠিক বলতে পারবো না।
[৭] ভাষা একটা অসম্ভব ক্ষমতা অর্জন মানুষের পক্ষে। নিজ ভাষায় কথা বলতে পারাটাই যথেষ্ট। তবে এটাকে লিখিতভাবে নিলে এবং বিকৃত না করলে একটা চলতি প্রমিত ভাষা তৈরি হতে পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব