তাপসী রাবেয়া: [২] জাতীয় পরিচয়পত্র সংশোধনে কমবেশি ভোগান্তি পড়েননি এমন ঘটনার নজির নেই। মাসের পর মাস কোনো কোনো ক্ষেত্রে বছরেরও বেশি সময় ধরে ঘুরতে হয় সংশোধনের জন্য।
[৩] ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তার অবহেলার কারণে এই ভোগান্তি। [৪] কমিশনের দাবি, করোনার কারণে কিছুদিন এনআইডি সংক্রান্ত কার্যক্রম বন্ধ ছিল। পরে গ্রাহকদের সেবার কথা বিবেচনা করে ইসি অনলাইনের মাধ্যমে এই কার্যক্রম চালু করে।
[৫]এ নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, এনআইডি সংশোধনের ভোগান্তির বিষয়টি জানি। এজন্য ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি। এই কমিটি তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু